‘থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা/বাঘে-মহিষে খানা একসাথে খাবে না/স্বভাবতো কখনো যাবে না’-রাজধানীর শিশুপার্কের নারিকেল বিথি চত্বরে ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠানে সকাল ৮টায় দ্বৈতকণ্ঠে এ গানটি গাইছিলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও মিনা বড়ুয়া...